বুধবার, ৩১ মে ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন

শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে উম্মে সালমা (২২) নামে এক বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত মেয়ের মা সাবেরা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নিহত নারী হলেন- ওই গ্রামের বদিউরের ছেলে বিজিবি সদস্য রনি আলীর স্ত্রী। মামলার তদন্তকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আনাম জানান, মামলায় নিহতের স্বামীকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মেয়ের শশুর বাড়ির সদস্যদেরও মামলায় আসামী করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামের নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com