শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শাহসুফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেব প্রবর্তিত বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষ্যে শিবগঞ্জে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জাকের পার্টির উদ্যোগে সাংস্কৃতিক পরিষদ সংলগ্ন মাঠে অনু্ষ্িঠত সম্মেলনে উপজেলা জাকের পার্টির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মঞ্জিল হক। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা ফয়সাল। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বেশারত আলী, সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা শাখার নয়ন আলী ও উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাসিরুল ইসলাম প্রমূখ। সম্মেলনে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগী, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার এবং ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসাড়িত আদর্শের আলোকে শান্তি ও কল্যাণমুখী জীবনগড়ার তাগিদ জানিয়ে বয়ান হয়। একই সাথে সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে প্রগতিশীল ধারা জোরদারের গুরুত্বও উচ্চকিত হয়। এছাড়া জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ বিরাজমান পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষায় শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির অপ্রিহার্য্যতার কথা তুলে ধরা হয়। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।