মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

গণপূর্ত বিভাগকে রামেক হাসপাতালের সম্মাননা

গণপূর্ত বিভাগকে রামেক হাসপাতালের সম্মাননা

নিজস্ব প্রতিনিধি :
২২ জানুয়ারি রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনে কক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের স্থাপনাসমূহের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সন্তোষজনক ভাবে করায় গণপূর্ত বিভাগ-২, রাজশাহী কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
রামেক হাসপাতালের পরিচালক ও সকল সদস্যদের সৌজন্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, বি,এম, হুমায়ুন কবীরের হাতে এই ক্রেস্ট তুলে দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ফজলে হোসেন বাদশা এমপি, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানীসহ কমিটির সদস্যবৃন্দ।
এ সময় পরিচালক শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর ইঞ্জিনিয়ারিং টিম তাদের স্টাফদের সমন্বয়ে রাত দিন হাসপাতালের নির্মাণ, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সুনামের সাথে করে যাচ্ছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com