মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন

শিবগঞ্জে তাঁতীলীগের শান্তি মিছিল ও সমাবেশ

শিবগঞ্জে তাঁতীলীগের শান্তি মিছিল ও সমাবেশ

শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সামনে থেকে একটি শান্তি মিছিল বের হয়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


বিএনপি-জামায়াতের দেশব্যাপি নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ তাঁতলীগ।

শনিবার রাত পৌণে ৮টার দিকে বাংলাদেশ তাঁতলীগ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সামনে থেকে একটি শান্তি মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক সচিব জিল্লার রহমানের বাসভবন প্রাঙ্গণে শান্তি সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা তাঁতলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও আওয়ামী লীগ কর্মী জিল্লার রহমান।

উপজেলা তাঁতলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক ও উপজেলা তাঁতলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com