মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদা
শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট জহরপুর এলাকা থেকে ৯৬ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুরের মৃত মোজাফ্ফর আলীর ছেলে আজম আলী (৩৫) ও একই ইউনিয়নের উমরপুর চিমটাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রমজান আলী (৩০)। সোমবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এবং এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।