বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন

শিবগঞ্জে যুবকের কবজি কর্তনের ঘটনায় গ্রেপ্তার ১

শিবগঞ্জে যুবকের কবজি কর্তনের ঘটনায় গ্রেপ্তার ১

 

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন মামির সঙ্গে পরকীয়ার জেরে রুবেল আলী (২৮) নামে এক যুবকের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়ালাবাড়ি গ্রামের মৃত আয়েশ মন্ডলের ছেলে মোশারফ হোসেন (৪৯)। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, আহত রুবেলের ছোট ভাই আবদুর রাকিব বাদি হয়ে রাতেই দশজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারনামীয় আসামি মোশারফকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত আছে। এদিকে রুবেলের অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদি আবদুর রাকিব। প্রসঙ্গত, একই ইউনিয়নের ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেলের পরকীয় সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এরই জেরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে ধোবড়া যাচ্ছিল। এ সময় কলেজ পাড়া এলাকায় পৌঁছালে এমেলির পরিবারের লোকজন গাড়ি থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কবজি কেটে ফেলে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com