বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

একনেকে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন: কাদের

একনেকে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন: কাদের

দেশের সড়ক নিরাপদ করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা, ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল সবকিছু হচ্ছে। এরপরও আমরা পুরোপুরি স্বস্তিবোধ করতে পারছিলাম না একটা কারণে। সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব। পরিবহন ও সড়কে শৃঙ্খলার ঘাটতি। এ শৃঙ্খলার ঘাটতিই আমাদের চ্যালেঞ্জ।’

তিনি জানান, ‘ঈদের সময় ব্যস্ততার মধ্যেও একনেকে একটা প্রকল্প পাস হয়েছে, যেটা পাঁচ হাজার কোটি টাকার। এর মধ্যে তিন হাজার কোটি টাকার বেশি বিশ্বব্যাংক দেবে। আর এক হাজার ২০০ কোটি টাকা যাচ্ছে আমাদের জিওবি থেকে।’

মন্ত্রী বলেন, ‘একনেকে পাস হয়েছে মানে কাজও শুরু হবে। কাজেই নিরাপদ সড়ক করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ। সেটার জন্য যখন ফান্ড পেয়েছি, আমার মনে হয় এ নিরাপদ সড়কের যে স্বপ্ন, তা স্বপ্ন সত্যি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করলে বাংলাদেশের সড়কগুলোকে নিরাপদ করতে পারবো। পরিবহনকেও নিরাপদ করতে হবে। এখানে শুধু ফান্ডিং হলে হবে না, আমাদের সবাইকে মনেপ্রাণে শৃঙ্খলাবোধের পরিচয় দিতে হবে, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com