শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত আফগানরা

টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত আফগানরা

ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে ওয়ানডেতে আফগানদের কাছে প্রথমবারের মতো সিরিজ খুইয়েছে টাইগাররা। নিজেদের প্রিয় ফরম্যাটে সিরিজ হারলেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের বিপক্ষে প্রথমে বোলিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছেন স্বাগতিকরা। টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে এখন পর্যন্ত দলীয় সেঞ্চুরির আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে আফগান শিবির। বাংলাদেশের দাপুটে বোলিংয়ে টপ অর্ডারকে হারিয়ে বেশ বিপর্যস্ত আফগানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে আফগানরা। ক্রিজে সফরকারী দলের দুই ব্যাটার মোহাম্মদ নবী ২৭ ও আজমতউল্লাহ ওমরজাই ০ রানে ব্যাট করছেন। বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। পেসার তাসকিন আহমেদের বল উড়িয়ে মারেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তবে অনেকটা দৌড়ে এসে উল্টোদিকের ক্যাচটা তালুবন্দি করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি রনি তালুকদার। ফলে ফিফটি-ফিফটি চান্স মিসে হতাশ হয়ে পড়ে টাইগার শিবির।

তবে স্বাগতিকদের বেশিক্ষণ হতাশ করে রাখেননি স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান জাজাই। পরের বলেই হযরতউল্লাহ জাজাইকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই স্পিনার। তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন হার্ডহিটার এই ব্যাটার।

জাজাইকে ফেরানোর পরের ওভারেই আরেক ওপেনার গুরবাজকে ফেরান তাসকিন। চতুর্থ ওভারের পঞ্চম বলে তাসকিনের বল উড়িয়ে মারতে গিয়ে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হন গুরবাজ। ১১ বলে ১৬ রান করে বিদায় নেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার

তিনে ব্যাট করতে নামা ইবরাহিম জাদরান বিদায় নেন জাজাইয়ের মতো। পঞ্চম ওভারের তৃতীয় বলে হাঁকান ছক্কা। শরিফুল ইসলামের পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে নেন বিদায়। ৮ রান করে সাজঘরে ফেরেন আফগান এই ব্যাটার। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইবরাহিমকে পাঁচবার আউট করলেন যুব দলের হয়ে বিশ্বকাপ জেতা এই পেসার।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com