মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনাকষা ইউনিয়নে নকল কীটনাশক বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মনাকষা বাজারের খুচরা সার ডিলার দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত।
সে সময় নকল কীটনাশক পণ্য কালটার (ফুলকলি) বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা-অধিকার আইনের আওতায় দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হায়াত।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল আজাদী সহ অত্র দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত বলেন, অভিযোগের ভিত্তিতে নকল কীটনাশক বিক্রির সত্যতা পাওয়ায়, ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ অনুযায়ী নগদ ১০ হাজার টাকা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।