মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
কুমিল্লার নাঙ্গলকোটে সপ্তম শ্রেনী পড়ুয়া ঝর্ণা আক্তার (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রা গ্রামের বড় বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরী কেন্দ্রা গ্রামের আবদুল জলিলের মেয়ে ও গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির শিক্ষার্থী।
নিহতের বাবা আবদুল জলিল জানান, তিনি বাড়ীর পাশে তার চা-য়ের দোকানে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার ঘরের ভেতর থেকে বিভিন্ন আওয়াজ এসেছে। ঘরের সামনে গিয়ে দেখেন ভিতর থেকে ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখতে পান তার মেয়ের নিথর দেহ খাটের নিছে পড়ে রয়েছে। ঘরের উত্তর পাশে আরেকটি দরজা খোলা আছে। তার মেয়েকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে গেছে। হত্যাকারীদের দ্রুত আটক করে শাস্তির দাবী জানান তিনি।
এলাকাবাসি ঝর্ণাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হাসিব ঝর্ণাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।