শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
শারমিন আক্তার, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী আয়াতুল্লাহ আলীকে (২৫) পুনর্বাসনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এর আগে এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি উন্নয়নশীল দেশে হিসেবে জায়গা করে নিচ্ছে। ফলে সমাজসেবা মন্ত্রণালয় বিধবা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী উপবৃত্তি, বয়স্ক ভাতা প্রদানসহ ভিক্ষুক পুনর্বাসন-এসিডদগ্ধ, শারীরিক প্রতিবন্ধিদের পুনর্বাসন এবং নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। এ ঋণ পেয়ে আয়াতুল্লাহ’র মতো অনেকেই এখন পর্যন্ত স্বাবলম্বী হয়েছেন। বিশ্বাস করি আয়াতুল্লাহও এ ঋণ পেয়ে স্বাবলম্বী হতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানসহ অন্যরা। জানা যায়, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের শারীরিক প্রতিবন্ধী আয়াতুল্লাহ আলী অভাবগ্রস্থ হওয়ায় সুদমুক্ত ঋণ প্রদান কর্মসূচীর আওতায় তাকে ক্ষুদ্র ঋণ দেয়া হয়।