বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

নাটোরে ১৭৪ কেজি গাঁজাসহ আটক ৪

নাটোরে ১৭৪ কেজি গাঁজাসহ আটক ৪

নাটোর সংবাদদাতা: নাটোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করে।

আটক মাদক কারবারিরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা-কাশিবাটি গ্রামের মজুর ছেলে মো. লালন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫), নাচোল উপজেলার ভগরইল মধ্যপাড়া গ্রামের দুলাল উদ্দীনের ছেলে ওয়াদুদ (২৫) ও একই এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ লালন ও সাবেরুলকে আটক করা হয়।

অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার সময় চেকপোস্ট বসিয়ে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী (গ্রামীণ ট্রাভেলস) বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফসের আলী সোহেলকে আটক করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY