বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরাইল

ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরাইল।

ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে।

এমন একটি সময় এই ঘটনা ঘটলো, যখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে।

আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মিশর পৌঁছেছেন। ইসরাইলের প্রতিনিধিদেরও সোমবার মিশর পৌঁছানোর কথা রয়েছে।

তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শান্তি আলোচনা দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে আরও দ্রুতগতিতে অগ্রসর হতে বলেছি।

হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছিল ইসরাইল। তিনি রোববার মিশর পৌঁছেছেন।

রেডক্রস জানিয়েছে- তারা হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনতে ও গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY