বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “আমরা কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যাণে কাজ করি’-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপত্বিতে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বি হোসেন খান ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।
তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতা-মাতার চিন্তা ধারা। নানান বাধা পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে মা-বাবার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও কন্যাশিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/এমএস