বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমার ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বন্ধু ফুটবল একাদশ দল।
শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মঈন আলী, হৃদয় আলী, শফিকুল ইসলাম ও মোবারকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সুমন চৌধুরী প্রমূখ।
ডেস্ক/এমএস