রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
মান্দায় ছুরিকাঘাতে শিক্ষক আহত, গ্রেফতার-৫

মান্দায় ছুরিকাঘাতে শিক্ষক আহত, গ্রেফতার-৫

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বখাটে ভাতিজার ছুরিকাঘাতে মোজাফফর হোসেন (৪৫) নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (০৪) জুলাই) সকালে উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামে।
এই ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।
আহত শিক্ষক উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামের মৃত হযরত আলী মোল্যা ওরফে হযনীর ছেলে ও চক-কালিকাপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষিক।
আহত শিক্ষকের অবস্থা আশাংঙ্খাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত হযরত আলী মোল্যার ছেলে মোসলেম উদ্দিন (৬০), স্ত্রী আলতা বেগম (৫০), মেয়ে সুমী আক্তার (১৮), ছেলে আরিফ হোসেন (৩৫) ও শরিফ হোসেন (২৬)।
জানাগেছে, আহত শিক্ষকের বড় ভাই মোসলেম উদ্দিনের পরিবারের লোকজন তার বসতভিটার জমি দখল করে নিয়েছে। স্থানীয় মাতব্বররা উক্ত বসতভিটার জমি শিক্ষককে বের করে দিলেও দখল দেয়নি অভিযুক্তরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে তারা ওই শিক্ষকের উপর নির্যাতন করে আসছে। তারা সন্ত্রাসী কায়দায় এলাকার বহু মানুষজনদের অত্যাচার করে আসছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ছুরিকাঘাতের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com