শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় বিচারক দম্পতি হাসপাতালে ভর্তি

রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় বিচারক দম্পতি হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীতে খাদ্যে বিষক্রিয়ায় বিচারক দম্পতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাস্তা করার পর তাঁরা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। এর পর সকাল ৯টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

তাঁরা হলেন, রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী (৪২) এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তী রানী (৪০)। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তাঁরা রাজশাহী নগরীর রাজপাড়া থানার পার্কের মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকালে নাস্তা করার পর এ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর জুয়েল অধিকারীকে ১৭ নম্বর এবং জয়ন্তী রানীকে ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরীক অবস্থার অবনতি হলে জুয়েল অধিকারীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আর জয়ন্তী রানীকে রাখা হয় ৩ নম্বর কেবিনে। ভর্তির সময় হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থতার কারণ হিসেবে লেখা আছে ‘ফুড পয়জনিং’।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ভর্তির পর বিচারক জয়ন্তী রানীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁকে জানিয়েছেন যে, বাসার কাজের মেয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিতে পারে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল থেকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তিনি বিচারক দম্পতিকে দেখে এসেছেন। যেহেতু কেউ কোনো অভিযোগ করেননি, তাই এটা নিয়ে তাঁরা তদন্ত শুরু করেননি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com