মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
সুর হল জীবনের আঁধার, সুখ দুঃখের সাথী। আর সুরকে ধরে রাখে সঙ্গীত। মন খারাপে শান্তির খোঁজ দেয় গান। সঙ্গীত আমাদের বড় আশ্রয়। তাই ‘বিশ্ব জনের বিচিত্র গান এক সপ্তকে বেঁধেছে প্রাণ’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নানকিং দরবার হল কনফারেন্স রুমে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ রাজশাহী বিভাগীয় শাখার আয়োজনে দিবস পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরসহ বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ রাজশাহী বিভাগীয় শাখার সঙ্গীত শিল্পীবৃন্দ।