সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
চলতি বছর শেষে পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সারমাত মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে মঙ্গলবার মস্কোর সামরিক কলেজ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশে ভাষণ দেয়ার সময় এ কথা জানিয়েছেন পুতিন।
এ সময় পুতিন আরও বলেন, নিজ দেশের সশস্ত্র বাহিনীর আরও আধুনিকায়ন এবং ক্ষমতাবৃদ্ধি করা হবে।
পুতিন আরও বলেন, ‘পরিকল্পনা রয়েছে বছরের শেষ নাগাদ, এই জাতীয় প্রথম কমপ্লেক্সটি যুদ্ধের দায়িত্বে থাকবে’।
রাশিয়ার নতুন পরীক্ষা করা আইসিবিএম এর দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। এই আইসিবিএমগুলো ১০ বা তারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
নতুন আইসিবিএম মোতায়েনের ঘোষণা দিয়ে পুতিন জানান, সেনা সদস্যরা ইতোমধ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে শুরু করেছে। তিনি দাবি করেন এই অস্ত্রের সঙ্গে পৃথিবীর কোনও অস্ত্রের তুলনা চলে না। সূত্র: আল-জাজিরা।