সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

বাগমারা বাসস্ট্যান্ড-ভবানীগঞ্জ সংযোগ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বাগমারা বাসস্ট্যান্ড-ভবানীগঞ্জ সংযোগ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় দেউলিয়া বাসস্ট্যান্ড হতে উপজেলা সদর ভবানীগঞ্জের সংযোগ সড়ক সংস্কার ও প্রশস্তকরণ শেষে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে প্রধান অতিথি থেকে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমারক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, ঠিকাদার নাজমুল হক প্রমুখ।

দীর্ঘ দিন সড়কটি সংস্কার না হওয়ায় অনেক সমস্যা হতো পথচারিদের। সড়কটির সংস্কার করায় দূর্ভোগ কমবে জনসাধারণের। এডিবির অর্থায়নে ২১৭ মিটার রাস্তাটি প্রশস্ত ও সংস্কার কাজে ব্যয় হচ্ছে ১৬ লক্ষ ২৩ হাজার টাকা।

 

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com