শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষা বোর্ডে সামনে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষা বোর্ডে সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
পরীক্ষা পেছানো নয়তো ৫০ মার্কের পরীক্ষার দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে ২০২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে আন্দোলন করে এসব শিক্ষার্থীরা।

আন্দোলনরত রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ফরহাদ মাহমুদ জানায়, ২০২০ সালের আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা দুই বছর করে সময় পেয়েছে পুরো সিলেবাস শেষ করার। এর পরের পরীক্ষার্থীরা করোনার কারণে আড়াই বছর সময় পায়। তবে আমরা অর্থাৎ ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছি পুরো সিলেবাস শেষ করার। তাই আমাদের দাবি, হয় পরীক্ষা পেছানো হোক, নয়তো ১০০ মার্কের পরিবর্তে ৫০ মার্কে পরীক্ষা নেওয়া হোক।

এই দাবি আদায়ে সারাদেশের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেছি।

বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিরো পয়েন্ট থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ল²ীপুরে অবস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। এ সময় তাদের সামনে ও পেছনে বোয়ালিয়া থানা পুলিশ, রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শিক্ষা বোর্ডের সামনে গেলে শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এবং সকলের সুবিধার্থে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ছেড়ে দাঁড়াতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের কাছে তাদের দাবি তুলে ধরে এবং ফিরে যায়।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে ব্যবস্থা করে দিয়েছি। পরীক্ষা পরীক্ষার মতোই হবে। মাননীয় শিক্ষামন্ত্রী আইসিটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, ২৫ মার্কের প্রাকটিক্যাল এবং ৭৫ এর স্থানে ৫০ মার্কের থিউরি পরীক্ষা হবে। এটি সরকারি পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের কাছে সরকারি পর্যায়ের যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি বাস্তবায়ন করবো। পরীক্ষার বিষয়ে এর বাইরে আমাদের কিছু করার নেই।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com