রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ফার্মভিউ সুপার মার্কেট বা এর আশপাশ থেকে ককটেল ছোড়া হয়েছে। ফার্মগেট থেকে বিজয়স্মরণীর দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের গ্লাসে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। গ্লাসটি না ভাঙলেও ফেটে গেছে।

বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার (রোব ও সোমবার) অবরোধের আগের দিন শনিবার এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

এদিকে, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে গেলে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৭ নভেম্বর একদিন বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচী পালন করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com