রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে স্বেচ্ছাসেবকদল নেতার স্ট্যাটাস মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড আড়াই বছর পর বিজয়ী হলেন নির্বাচনে পরাজিত প্রার্থী দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
জবি শিক্ষক সমিতির সভাপতি জাকির, সম্পাদক মাশরিক

জবি শিক্ষক সমিতির সভাপতি জাকির, সম্পাদক মাশরিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত জবিশিসের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এদিকে কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী ২৫৬ ভোট পাওয়ায় লটারি মাধ্যমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনকে জয়ী ঘোষণা করা হয়।

এ ছাড়া সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com