রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

রাহুলের সেঞ্চুরিতে ২৪৫ রানে থামলো ভারত

রাহুলের সেঞ্চুরিতে ২৪৫ রানে থামলো ভারত

লোকেশ রাহুল দেখালেন ‘ওয়ান ম্যান শো’। বাকি ব্যাটাররা কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাই সেঞ্চুরি তুলে নিলেন রাহুল। সেঞ্চুরিয়ান টেস্টে তার সেঞ্চুরিতে ভর করে ২৪৫ রানে থামলো ভারতের প্রথম ইনিংস।

টেস্টের প্রথম দিন থেকে লড়ছিলেন রাহুল। ৮ উইকেটে ২০৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। রাহুল অপরাজিত ছিলেন ৭০ রানে। স্বীকৃত ব্যাটার কেউই ছিলেন না আর। দ্বিতীয় দিনেও নবম উইকেটে মোহাম্মদ সিরাজের সঙ্গে গড়লেন ৪৭ রানের জুটি। দারুণ খেলে তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি।

রাহুলই শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। ১৩৭ বলে ১০১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৪ বাউন্ডারি আর ৪ ছক্কায়।

কাগিসো রাবাদা আগের দিনই নিয়েছিলেন ৫ উইকেট। নান্দ্রে বার্গার শিকার করেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকাও। দলীয় ১১ রানের মাথায় তারা হারিয়েছে এইডেন মার্করামকে (৫)। মোহাম্মদ সিরাজ তাকে বানিয়েছেন উইকেটরক্ষকের ক্যাচ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com