মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ পৌর মিলনায়তনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ১৬টি দল নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম রাউন্ডে উজিরপুর বনাম শিবগঞ্জ পৌরসভা, শ্যামপুর বনাম দুর্লভপুর, বিনোদপুর বনাম মনাকষা ও শাহবাজপুর বনাম দাইপুখুরিয়ার মধ্যে বির্তক প্রতিযোগিতা হয়। সকল তার্কিকদের সংসদীয় পদ্ধতিতে করা হয় বির্তক প্রতিযোগিতা।
এতে মডারেটর ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার। বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানসহ অন্যরা।
প্রতিযোগিতায় উপজেলার ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ডেস্ক/এমএস