মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে সাধারণ ছাত্রজনতার আয়োজনে জেলা কারাগারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। কারাগারে সিট বাণিজ্যসহ বিভিন্ন বন্দিদের কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে। এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায়। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক আহমেদ ইমতিয়াজ পারভেজ, যুগ্ন আহবায়ক নূরে আশিক তানভির, সদস্য সচিব পারভেজ ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদসহ অন্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com