বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

পূজায় সোনামসজিদসহ ১৬ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পূজায় সোনামসজিদসহ ১৬ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ১৬ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে। তবে এসময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার বিকালে বেনাপোল স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, বেনাপোল দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যস্ততম স্থলবন্দর। যা ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যর প্রধান পথ। তাই ভারতের সঙ্গে মিল রেখেই দুর্গাপূজা উপলক্ষে এখানে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্য স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া গণমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত ৯ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ দিন বন্ধের পর ৮ অক্টোবর বুধবার থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। এসময় যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত করতে পারবে।

দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রতিদিন মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। এসব পণ্য সেখান থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, পূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে আগামী ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে মোট ২৪টি অনুমোদিত স্থলবন্দর রয়েছে, এর মধ্যে ১৬টি বর্তমানে চালু আছে এবং কিছু বন্দর বন্ধ রাখা হয়েছে। বেনাপোল দেশের বৃহত্তম এবং ব্যস্ততম স্থলবন্দর, যা ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যর প্রধান পথ।

এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দর হল ভোমরা, বুড়িমারী, সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা ও আখাউড়া। অনুরূপভাবে এসব স্থলবন্দরগুলোতে দুর্গাপূজায় আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY