সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে স্বেচ্ছাসেবকদল নেতার স্ট্যাটাস মৌলভীবাজারে দুই জনের মৃত্যুদন্ড আড়াই বছর পর বিজয়ী হলেন নির্বাচনে পরাজিত প্রার্থী দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এ ঘটনায় ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

সিলেট ফায়ার সার্ভিস ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ভোরের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া, সৌরভ, সাধু মিয়া, তায়েফ নুর, সাগর, রশিদ মিয়া, দুলাল মিয়া, বাদশা মিয়া ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী।

সিলেট ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোরে সিলেট থেকে পিকআপে ওসমানীনগরের দিকে যাচ্ছিলেন নির্মাণশ্রমিকরা। এ সময় দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক গাড়িটি ঘুরিয়ে নেয়ার চেষ্ঠা করলে পিকআপটি উল্টে গেলে শ্রমিকরা রাস্তায় পড়ে যান।

এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ এবং সিলেট ও ওসমানীনগরের ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলেই ছুটে গিয়ে সকাল ৭টা পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন নিহত হন। গুরুতর আহতাবস্থায় আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com