রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

নভেম্বর মাসেই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা

নভেম্বর মাসেই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা

এবার একটু আগে আগেই দেখা যাচ্ছে শীতের প্রকোপ। চলতি মাসে দেশে ৩টি তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে জানানো হয়, নভেম্বর মাসে দেশে ২ থেকে ৭টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদের মধ্যে ৩টি তীব্র শৈত্য প্রবাহে (৪-৬° সে.) রূপ নিতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ৩১ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর বলছে, শীতের জন্য শহরবাসীকে অপেক্ষা করতে হবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়াবিদ মো.বজলুর রশীদ জানিয়েছেন, শহরে মূল শীতের অনুভব পেতে ডিসেম্বর গড়াবে। কিন্তু গ্রামাঞ্চলে এখন থেকেই শীত শুরু হয়ে গেছে। কোথাও কোথাও ভোরে কুয়াশা পড়তে শুরু করেছে।

এদিকে বর্ষপঞ্জির হিসেবে পৌষ, মাঘ হিসাব করলে ইংরেজি মাস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল থানায় মাঝারি ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com