সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ৯টার দিকে তারা আগুন নির্বাপণ করে।
দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন- তারা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।
দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।